স্বদেশবার্তা ডেস্কঃ পবিত্র
নগরী জেরুসালেমকে ভাগ করে এর কোনো অংশ যাতে ভবিষ্যতে ফিলিস্তিনের হাতে সহজে ছাড়তে না
হয়, সে লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছেন ইসরাইলের পার্লামেন্ট সদস্যরা। বিলটির পক্ষে ভোট দেন
৬৪ জন সদস্য; বিপক্ষে ৫২ জন।
মঙ্গলবার
সকালে দেশটির পার্লামেন্ট নেসেট ওই বিল পাস করে। বিলে এই শর্ত আরোপ করা হয়েছে যে, কোনো বিদেশি শক্তির (ফিলিস্তিন) কাছে জেরুসালেমের কোনো অংশের
নিয়ন্ত্রণ ছাড়ার আগে ইসরাইলি কর্তৃপক্ষকে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন
নিতে হবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: