06 January 2018

মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের ৩০তম মামলা রায়ের অপেক্ষায়

স্বদেশবার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের ৩০তম মামলা রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেরায়ের অপেক্ষায় থাকা ৩০তম মামলায় আসামি হচ্ছেন মোট পাচঁজনতারা হলেন- মৌলভীবাজারের সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মুহম্মদ নেছার আলী, ইউনুছ আহমেদ, ওজায়ের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়াতাদের মধ্যে ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে বাকিরা পলাতক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গতবছর ২০ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেনআসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ আনা হয়েছে
সূত্রঃ বাসস


শেয়ার করুন

0 facebook: