স্বদেশবার্তা ডেস্কঃ ছিনতাইকারীর
কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দুই পা হারালেন এক সৌদি আরব
প্রবাসী। শনিবার ভোর পাঁচটার
দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-চট্টগ্রাম রেলপথের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুই
পা হারানো ওই ব্যক্তির নাম সেলিম মালদার (৪০)। তিনি জেলার আখাউড়া উপজেলার মালদারপাড়া মহল্লার
রুহুল আমিন মালদারের ছেলে। এসময় তার শ্যালক সিফাতও কিছুটা আঘাত পেয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী
আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ‘ঞ’ বগির যাত্রী তানভীর জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া
রেলওয়ে স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই এক ছিনতাইকারী সেলিমের হাত থেকে তার মোবাইল ফোনটি
ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে।
এসময়
ফোনটি উদ্ধারের জন্য সেলিম ও তার শ্যালক সিফাতও ট্রেন থেকে লাফ দেন। এ ঘটনায় সেলিমের দুই
পা কাটা পড়েছে। এছাড়া সিফাত কিছুটা আঘাত পেয়েছেন। আহত সেলিমের ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার
মুঠোফোনে জানান, সেলিম সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। তার স্ত্রী-সন্তান
নরসিংদীর পলাশে থাকেন।
শুক্রবার
বাবার চেহলামে স্ত্রী-সন্তান,
শ্যালক ও শ্বশুরকে নিয়ে আখাউড়া আসেন। তিনি আরো জানান, শনিবার সকালে সেলিম সবাইকে নিয়ে ট্রেনে করে নরসিংদীর পলাশে তাদের
বাড়ি ফিরছিলেন। সেখান থেকেই আগামী ১০ জানুয়ারি সৌদি আরব ফেরার কথা রয়েছে তার। আখাউড়া রেলওয়ে থানা
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত সেলিমকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক
ঢাকায় পাঠিয়েছেন।
খবর বিভাগঃ
দুর্ঘটনা
0 facebook: