স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের
গোয়েন্দা শাখার (ডিবি) বিরুদ্ধে পকেটে ইয়াবা দিয়ে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ বিভাগের
কর্মচারি রিয়াজুল ইসলাম বাবুকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জানুয়ারি)
দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ডিবির
দাবি, রিয়াজের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের
দাবি, রিয়াজের কাছ থেকে ইয়াবা উদ্ধারের কোনও আলামত দেখা যায়নি। তাকে জোর করে ধরে নিয়ে
যায় ডিবি।
জানা
গেছে, গ্রেফতার রিয়াজ বরিশাল ডিসি অফিসের মেকানিক্যাল বিভাগের স্টাফ
খায়রুল আলমের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল হাকিম নামের এক ব্যক্তি বলেন, ‘রিয়াজসহ আমরা অনেকেই দাঁড়িয়ে পত্রিকা পড়ছিলাম। এ সময় পাশে একটি সাদা
মাইক্রোবাসে এসে থামে। কিছুক্ষণ পর কয়েক জন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে
রিয়াজকে ডিসি অফিসের বারান্দা থেকে ধরে নিয়ে হাতে হান্ডক্যাফ লাগায় । ওই সময় পুলিশ রিয়াজের
শরীর তল্লাশি করেনি।’
আরেক
প্রত্যক্ষদর্শী টেম্পু ড্রাইভার বলেন, ‘আটক ব্যক্তির হাতে
হান্ডক্যাফ লাগানোর আগে ডিবি পুলিশের এক সদস্যের হাতে ট্যাবলেটের প্যাকেট দেখেছিলাম।’
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রিয়াজকে ছাড়িয়ে নিতে সাধারণ মানুষ হট্টোগোল শুরু করলে সাক্ষী
ছাড়াই তাকে মাইক্রোবাসে উঠিয়ে ডিবি পুলিশ স্থান ত্যাগ করে। ওই সময় রিয়াজও চিৎকার
করে তার কাছে কিছুই নেই বলে জানায়।
এ বিষয়ে
ডিবির উপ-পরিদর্শক (এসআই) আশিষ পাল সাংবাদিকদের বলেন,
‘একশ পিস ইয়াবাসহ রিয়াজকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে
কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।’
বরিশাল
কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘গ্রেফতার ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে ডিবি।’
0 facebook: