10 March 2018

নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে বিএনপি


স্বদেশবার্তা ডেস্কঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেনখালেদা জিয়ার মুক্তিসহায়ক সরকার এবং মিথ্যা মামলার নীল নকশার কথা বলে বিএনপি নির্বাচন বর্জন করার অজুহাত খুঁজছে।

শনিবার (১০ মার্চ) দুপুর ১২টার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন কাহিনী বই বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেনদুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই। আদালত খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকীজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন

0 facebook: