09 January 2018

কলকাতায় বইয়ের মধ্যে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র, মুসলমানদের তীব্র প্রতিবাদ

রাজিব হাসান চৌধুরীঃ ভারতের ইসলাম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো সবসময় তাদের শিক্ষার খাতকে হিন্দুত্বকরণের চেষ্টা করে এসেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন পাঠ্যপুস্তকে।

এবার পশ্চিমবঙ্গের এক বইয়ে ছাপা হলো রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর ছবি। সাথে উনার সম্পর্কে বিকৃত বর্ণনা। নাউযুবিল্লাহ!!!

পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছেশিশু বিকাশ পাবলিকেশনস এর দ্বিতীয় শ্রেণীর গৃহপাঠ্য পুস্তুক মানব সভ্যতার ইতিহাসবইয়ে রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছবি প্রকাশ করা হয়েছে। বইয়ের  রচয়িতা প্রাক্তন প্রধানশিক্ষক শ্রী গোষ্ঠবিহারী কারক। সেখানে একটি অধ্যায় রয়েছে হযরত মুহম্মদ নামে।

ইসলাম সম্পর্কে বোঝাতে গিয়ে অধ্যায়টির নাম হযরত মুহাম্মদ রাখা হয়েছে। অধ্যায়ে পবিত্র কাবা শরীফের ছবি দেয়া হয়েছে এবং তারই পাশে রয়েছে একজন মানুষের ছবি। মুখে লম্বা দাড়ি, হাতে সবুজ পতাকা, কমরে গোঁজা তলোয়ার এমন একটা ছবিও বড় করে ছাপা হয়েছে। এতে শিশুদের মনে ধারণা হয় এ ব্যক্তিই হজরত রাসূলে পাক আল আরাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

এই সেই বইয়ের স্ক্রিনশট
বিষয়টি প্রকাশ পাওয়ার পর পশ্চিমবঙ্গের মুসলিমদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বিষয়টি নিয়ে প্রথমে পীরজাদা ত্বহা সিদ্দিকীর কাছে যান। তিনি কর্তৃপক্ষের নজরে আনেন।

উল্লেখ্য, ইসলামে ছবি বানানো(যদিও তা ক্যামেরা দিয়ে তোলা হয়) অঙ্কন করা হারাম এবং ছবি অঙ্কনকারীর শাস্তি জাহান্নাম বলে ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

হাদীস শরীফঃ [عن عبد الله بن عمر رضى الله تعالى عنه اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال ان الذين يصنعون هذه الصور يعذبون يوم القيمة يقال لهم احيوا ما خلقتم]

অর্থঃ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উঁনার হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিঁনি ইরশাদ করেন, “যারা প্রাণীর ছবি তৈরী করবে, ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে। এবং তাদেরকে বলা হবে, যে ছবিগুলো তোমরা তৈরী করেছ, সেগুলোর মধ্যে প্রাণ দান কর।” (বুখারী শরীফ ২য় জিঃ, পৃঃ ৮৮০, মুসলিম শরীফ ২য় জিঃ, পৃঃ ২০১)


শেয়ার করুন

0 facebook: