10 January 2018

২৫ কোটি টাকা খরচ করে ছেলের বিয়ে দিয়েছেন শামীম ওসমানের উদ্দেশ্যেঃ মেয়র আইভী

স্বদেশবার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী জাতীয় সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানকে হুঁশিয়ার করে বলেছেন, ‘জায়গা-জমি নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আমি রাস্তায় নামতে বাধ্য হব২০১৩ সালে যেমন আমি ত্বকী হত্যা নিয়ে রাস্তায় নেমেছি, ঠিক তদ্রুপ আমি আবারও রাস্তায় নামব

মঙ্গলবার সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে নগরীর দেওভোগ এলাকায় জিমখানা উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আইভী মেয়র আইভী বলেন, ‘আমরা হকারমুক্ত ফুটপাত চাই, আমরা চাই পাঁচ লাখ মানুষ এই শহরে হাঁটাহাঁটি করুকআমরা চার হাজার হকারের কাছে জিম্মি হতে চাই নাআমাদের জরিপ মতে ৬০০ হকার নারায়ণগঞ্জেশামীম ওসমানের বক্তব্য অনুযায়ী ১০ হাজারআমি জানি না উনি ১০ হাজার হকার কোত্থেকে পেয়েছেনউনি বলেছেন আমি হকারের পেটে লাথি মেরেছিবাংলাদেশে প্রথম আমি হকার্স মার্কেট করে দেই ১/১১ তেসেই হকাররা দোকান বিক্রি করে রাস্তায় চলে এসেছে

শামীম ওসমানের উদ্দেশ্যে আইভী বলেন, ‘২৫ কোটি টাকা খরচ করে যে নিজের সন্তানের বিয়ে দিতে পারে সে দুই-চারটা হকার্স মার্কেটও করে দিতে পারেরাজউকের জায়গা বিক্রি না করে সেখানে হকার্স মার্কেট করে দিন

মেয়র আরো বলেন, ‘আমরা এই জায়গা বিক্রি করতে দিব নাযদি বিক্রি করতে আসেন, তাহলে আমি আপনাকে (শামীম ওসমান) হুঁশিয়ারি দিয়ে বলছি জায়গা তো বিক্রি করতে পারবেনই না, এই শহরের মানুষ যেই সিদ্ধান্ত নিবে আমি তাঁদের পাশে থেকে সেই সিদ্ধান্ত নিবঅনুরোধ করব, উল্টাপাল্টা কাজ না করে সামনে নির্বাচন; নির্বাচনের জন্য কাজ করেন


শেয়ার করুন

0 facebook: