11 January 2018

জাজিরা পয়েন্টে বিমানবন্দর না হওয়াই ভালোঃ প্রধানমন্ত্রী

স্বদেশবার্তা ডেস্কঃ পদ্মাসেতুর ওপারে জাজিরা পয়েন্টে বিমানবন্দর না হওয়াই ভালো বলে মন্তব্য করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাতিনি বলেন, বাংলাদেশের এতো ঘনবসতিপূর্ণ এলাকা সরিয়ে বিমানবন্দর করা সমীচীন বলে মনে করছি না

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন

প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু যেখানে হচ্ছে, ওপারে চর জাজিরাসহ ওই এলাকায় বিমানবন্দর করার সমীক্ষা চালাচ্ছিতবে সেখানে আমাদের অসুবিধা হলো এটা চরজাজিরায় এটা যেহেতু চর, কাজেই ওই চরে বিমানবন্দরটা চাপ নিতে পারবে কিনা? মাটির সেই শক্তি আছে কিনা এটার সমীক্ষা হচ্ছেদ্বিতীয়ত, এটা ঘনবসতিপূর্ণ এলাকাআর ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন একটা কিছু করতে গেলে সমস্যা হয়ে যায়

তিনি আরও বলেন, বসতি সরিয়ে বিমানবন্দর করা সমীচীন বলে আমি মনে করি নাকাজেই আরও সমীক্ষা চালাচ্ছিফাঁকা জায়গা এবং যেখানে মজবুত মাটি সেখানে বিমানবন্দর হতে পারেযেখানে প্লেন ওঠা-নামা করলে সমস্যা হবে নাসমীক্ষা সফল হলে সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর করবো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একসময় একটাই আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা ঢাকায়আমরা ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর করিএকটি সিলেটে অপরটি চট্টগ্রামে


শেয়ার করুন

0 facebook: