11 January 2018

গ্রেড–১ পদোন্নতি পেলেন বঙ্গবন্ধুর খুনিদের গ্রেফতারকারী প্রথম পুলিশ অফিসার

স্বদেশবার্তা ডেস্কঃ গ্রেড১ এ পদোন্নতি পেলেন বঙ্গবন্ধুর খুনিদের গ্রেফতারকারী প্রথম পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন এবং অপারেশন) জনাব মোখলেসুর রহমান তিনি রাজধানীর একটি স্পর্শকাতর জোন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি লেঃ কর্নেল ফারুক, লেঃ কর্নেল রশীদ ও খায়রুজ্জামানকে গ্রেফতার করেনএটিই ছিল বঙ্গবন্ধুর খুনিদের প্রথম গ্রেফতার
       
১৯৯৬ সালের ১৩ আগস্ট তিনি এ অভিযানে নেতৃত্ব দেনওই সময় তিনি এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন৭৫ পরবর্তী সময়ে এটিই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে সরকারের নেয়া প্রথম পদক্ষেপপুলিশের এসবির মত একটি নন অপারেশনাল ইউনিটের এটি অনবদ্য অপারেশানবাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এটাই এসবির একমাত্র অপারেশনএর আগে বা পরে আর কখনোই এসবি কোন অভিযান পরিচালনা করেনি

বাংলাদেশ পুলিশের ৮৫তম ব্যাচের এ কর্মকর্তা চাকরি জীবনের শুরু থেকেই সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেনবিভিন্ন সময়ে তার কৃতিত্বের জন্য তিনি বহুবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও পুলিশ প্রেসিডেন্ট মেডেল ( পিপিএম) সহ অসংখ্য পুরষ্কার পেয়েছেন

পুলিশ সদর দফতরে ৩ বছর আগে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেনতার আগে তিনি ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের পুলিশ রিফর্ম প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক, পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি (ট্রেনিং) সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (ডিআইজি), বরিশাল আরআরএফের কমান্ডেন্ট, পুলিশ সুপার গাজীপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (পূর্ব) সহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন

গরিবের জন্য পুলিশি ব্যবস্থা গড়ে তোলার পক্ষে সর্বদা সোচ্চার এই পুলিশ অফিসারের প্রতিবছর প্রচুর গরীব ও মেধাবী মানুষকে চাকুরী দেওয়া বিভিন্ন সেক্টরে দুর্নীতি হ্রাস করে গ্রীন পুলিশিং এর মাধ্যমে পুলিশের সুনাম সহ সততা, নিষ্ঠার জন্য ব্যাপক রয়েছেএ ছাড়া তিনি একমাত্র অফিসার যিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন

এছাড়াও বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন


শেয়ার করুন

0 facebook: