কে.এস.এম. আরিফুল
ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলের ব্যবসায়ীদের সাথে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদের জামেলা সারা দেশের মতো শ্রীমঙ্গলেও
নতুন কিছু নয়। আর এই জামেলা কে কমানোর জন্য
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহর ও শহরতলীর সকল ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা
সম্পর্কিত লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে।
বেশির ভাগ
ব্যবসায়ীই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না জানার কারনেই সম্যাসা সৃষ্টি হচ্ছে এতো
বেশি। আরো তা নিরসনে শ্রীমঙ্গল
ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহর ও শহরতলীর সকল ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা সম্পর্কিত
লিফলেট বিতরণ কর্মসূচি চালু করেছে।
”চায়ের রাজধানী
ও পর্যটন নগরী শ্রীমঙ্গল কে আমরা সবাই মিলে পরিষ্কার পরিছন্ন রাখতে চাই।” এই স্লোগানকে সামনে রেখে
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর সকল ব্যবসা
প্রতিষ্ঠানে সচেতনতা সম্পর্কিত লিফলেট বিতরণ চলছে।
লিফলেটে বলা হয়:
১. ডিজিটাল
পাল্লা ব্যবহার করবেন।
২. মেয়াদ শেষ
এমন কোন পণ্য ক্রয়-বিক্রয় করবেন না।
৩. কোন খাবার
পণ্যের উপর ফরমালিন ব্যবহার করবেন না।
৪. কোন হোটেলে (রেস্টুরেন্ট)
বাসি খাবার বিক্রয় করবেন না।
৫. প্রত্যেক
মুদি দোকানে প্রতিদিনের মূল্য তালিকা ঝুলিয়ে রাখবেন।
৬. প্রত্যেক
দোকানে ডাস্টবিন ব্যবহার করবেন ও যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না।
৭. মুরুগ,
মাছ, মাংস, সবজি ও অন্যান্য দ্রব্যাদি ওজনে কম দিবেন না।
৮. মুরুগ,
গরু ও খাসির রক্ত যেখানে সেখানে ফেলবেন না।
৯. বি.এস.টি.আই
এর অনুমোদন ব্যতিত কোন পণ্য ক্রয়-বিক্রয় করবেন না।
১০. ভোক্তা
আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, যদি কোন ব্যবসায়ী তা অমান্য
করেন, তার জন্য ব্যবসায়ী সমিতি দায়বদ্ধ থাকবে না।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ব্যবসা ও বাণিজ্য
0 facebook: