12 January 2018

পশ্চিম নাখালপাড়ায় ‘সন্ত্রাসী আস্তানায়’ অভিযানে কয়েকজন নিহত

স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্ত্রাসী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাবঅভিযানে বেশ কয়েকজন জঙ্গিনিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছেবৃহস্পতিবার দিনগত রাতরাত ২টা থেকে পুরাতন এমপি হোস্টেলসংলগ্ন ১৩/১ রুবি ভিলার পঞ্চম তলায় অভিযান চালান র‌্যাব সদস্যরা

এদিকে শুক্রবার সকাল ৭টার দিকে সেখানে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল ইউনিট) গেছেতারা কাজ শুরু করেছের‍্যাব সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুব সন্নিকটে সন্ত্রাসীদের এ আস্তানাটি

আস্তানা সন্দেহে ঘিরে ফেলা বাড়িটিতে রাত ২টা থেকে অভিযান শুরু করে র‍্যাবওই বাড়ি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বিজয় সরণি থেকে মহাখালীর দিকে যাওয়ার পথে পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে সন্ত্রাসীদের অবস্থান ছয়তলা ভবনটির পাঁচতলায় জঙ্গিদের আস্তানাটির‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসীরাএ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে র‌্যাবও পাল্টাগুলি চালায়এতে ওই ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন সন্ত্রাসীরা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছেএতে দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি

তবে ওই আস্তানায় কতজন জঙ্গি আছে তা এখনই নিশ্চিত না বলে জানায় র‌্যাবঅভিযান এখনও চলছেহতাহতের বিষয় নিশ্চিত করা যাচ্ছে নাঅভিযান শেষে বিস্তারিত জানানো হবে


শেয়ার করুন

0 facebook: