13 January 2018

কক্সবাজারে বিদেশি পর্যটকবাহী বাস ভাংচুর, ২ পুলিশ সদস্য আটক

স্বদেশবার্তা ডেস্কঃ কক্সবাজার শহরের কলাতলী মোড়ে শুক্রবার রাত ৯টার দিকে বিদেশি পর্যটকবাহী বাস ভাংচুর করেছে পুলিশ সদস্যরাএঘটনায় জড়িত পুলিশ কনষ্টেবল সুমন ত্রিপুরা ও জহিরুল হককে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সাইফুল ইসলাম জয়ের জিম্মায় আটক রাখা হয়েছে

জানা যায়, ঢাকা সাভারের বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউটের রিহাবিলিটেশন সাইন্স বিভাগের মাষ্টার্সের ২৭ জন বিদেশি শিক্ষার্থীসহ ৪০ জন ৯ জানুয়ারি কক্সবাজারে শিক্ষা সফরে আসেন শুক্রবার রাত ৯টার দিকে টেকনাফ থেকে ফেরার পথে শহরের কলাতলী মোড়ের (ডলফিন চত্বর) বিপরীতমুখি শ্যামলী পরিবহনের একটি বাস ওই পর্যটকবাহী বাসটিকে ধাক্কা দেয়

এসময় পর্যটকবাহী বাসের ধাক্কা লাগে পাশের একটি টমটম ইজিবাইকেওই সময় তাৎক্ষণিক সাদা পোশাকধারী দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিদেশি পর্যটকবাহী বাসটি আটকে দেয় এক পর্যায়ে উত্তেজিত ওই দুই পুলিশ সদস্য পর্যটকবাহী বাসের সামনের গ্লাস ইট নিক্ষেপ করেএতে বাসের কয়েকটি গ্লাস ভেঙে যায়এসময় বাসে থাকা বিদেশি পর্যটকদের মধ্যে আতংক দেখা দেয়

কিন্তু এতেও ক্লান্ত হয়নি ওই দুই পুলিশ সদস্যবিদেশি শিক্ষার্থী পর্যটক ও শিক্ষকদের মারধর করার জন্য এগিয়ে যায়এসময় তারা অশ্রাব্য গালিগালাজ করে পর্যটকদের
এক পর্যায়ে কলাতলী মোড় থেকে বিদেশি পর্যটকবাহী বাসটি সুগন্ধা মোড়ে আসেএরমধ্যেই বিদেশি পর্যটকবাহী বাসের যাত্রীরা ঘটনাটি শিক্ষা মন্ত্রণলায়ের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসককে অবহিত করেন পরে রাত ১০টার দিকে জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের জিম্মিদশা থেকে পর্যটকবাহী বাস ও যাত্রীদের উদ্ধার করেন

পরে ওই পুলিশ সদস্যকে আটক করেনএ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন-দুই পুলিশ সদস্যকে জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছেজিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি


শেয়ার করুন

0 facebook: