15 January 2018

তুর্কি উপ-প্রধানমন্ত্রী নিজের জ্যাকেট খুলে শীতার্তকে পরিয়ে দিলেন

স্বদেশবার্তা ডেস্কঃ তুর্কি উপ-প্রধানমন্ত্রী বাকের বোজদাগ তার গায়ের জ্যাকেট খুলে একজন শীতার্ত মানুষকে পরিয়ে দিয়েছেন গতকাল শনিবার তুরস্কের ইয়োজগেট অঞ্চলে এ ঘটনা ঘটে

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) এর ষষ্ঠ আঞ্চলিক সম্মেলন সামনে রেখে তিনি অত্র অঞ্চল পরিদর্শনে বের হন এ সময় একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন, কেমন আছেনলোকটি উত্তর দেয় খুব শীততার একটি জ্যাকেট প্রয়োজনউপ-প্রধানমন্ত্রী বাকের তখন তার গায়ের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেন

জ্যাকেট পেয়ে লোকটি দ্রুত ভীরের মধ্যে হারিয়ে যায়ফলে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি

সূত্রঃ ডেইলি সাবাহ


শেয়ার করুন

0 facebook: