স্টাফ রিপোর্টারঃ গত তিনদিনে নিখোঁজ হওয়া তিনজন সহ শিক্ষামন্ত্রীর
ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে গ্রেপ্তার করেছে
বাংলাদেশ গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার রাতে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ
হাসান মতিনকে গুলশান থেকে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী
নাসির উদ্দিন ও মোতালেবকে মুহম্মদপুরের বসিলা থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষা
মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরের কাছে নগদ এক লাখ ৩০ হাজার
টাকা পাওয়া গেছে।
পরে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল
বাতেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব
ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। আর মতিনকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসবাদে
অর্থায়নের অভিযোগে।
এই তিনজনের মধ্যে মোতালেব ও খালেদকে শনিবার বিকেলে
বসিলা ও গুলশান থেকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। আর
বৃহস্পতিবার বনানীর একটি প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে বেরোনোর পর দুপুর থেকে নাসিরের
খোঁজ মিলছিল না বলে তার পরিবার জানিয়েছিল।
(বিস্তারিত আসছে)
0 facebook: