স্টাফ রিপোর্টার।।রবীন্দ্রনাথ
ঠাকুরের দোহাই দিয়ে আসামের বরাক উপত্যকার অন্তর্গত করিমগঞ্জের নাম বদল করে শ্রীভূমি
রাখার দাবি তুলছে বিজেপি।
বিবিসিরি
খবরে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর একশো বছর আগে ১৯১৯ সালে সিলেট সফরের সময় আসামের করিমগঞ্জেও
গিয়েছিলেন। সেই সফরে তিনি সিলেটকে ‘শ্রীভূমি’ বলে বর্ণনা করেছিলেন। সেই ঘটনার শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে ভারতের ক্ষমতাসীন
বিজেপি সরকারের এক বিধায়ক শিলাদিত্য দেব দাবি তুলছেন- করিমগঞ্জের নতুন নাম হোক শ্রীভূমি।
অবিভক্ত
সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয় — তাই করিমগঞ্জের নাম
পাল্টিয়ে রবীন্দ্রনাথের বর্ণনা অনুযায়ী শ্রীভূমি করার দাবি করেন এই বিজেপি বিধায়ক।
নাম
পরিবর্তনের প্রস্তাব প্রসঙ্গে শিলাদিত্য দেব বলেন, বরাক উপত্যকার বেশিরভাগ মানুষই সিলেটি।
তাই সিলেটের সঙ্গে তাদের একটা আবেগ জড়িয়ে আছে। কিন্তু যখন পুরো সিলেট আর ভারতের থাকল
না, শুধু করিমগঞ্জ অঞ্চলটা এদেশে এল, তখন থেকেই বরাকের মানুষের একটা সেন্টিমেন্ট জড়িয়ে
রয়েছে সিলেটকে নিয়ে। আমি ওই অনুষ্ঠানে যখন করিমগঞ্জে গিয়েছিলাম, অনেকেই আমাকে জানিয়েছিলেন
যে রবীন্দ্রনাথের করিমগঞ্জ পদার্পনের শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানোর সবথেকে ভাল
উপায় হবে যদি তাঁর বর্ণনা অনুযায়ী করিমগঞ্জের নাম যদি শ্রীভূমি রাখা যায়। সেজন্যই
তাদের দাবিটিকে আমি পূর্ণ সমর্থন জানানোর কথা বলেছি,” বলছিলেন বিজেপি বিধায়ক শিলাদিত্য
দেব।
এই
দাবি নিয়ে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলেও মি. দেব জানিয়েছেন।
করিমগঞ্জে
রবীন্দ্রনাথ ঠাকুরের পদার্পণের শতবার্ষিকী উদযাপন কমিটির যে সভা থেকে তিনি এই দাবি
তুলেছিলেন, সেখানে হাজির ছিলেন আরেক বিজেপি নেতা মিশনরঞ্জন দাস।
তিনিও
বিবিসিকে বলেছেন যে দাবিটির সঙ্গে তিনি সহমত এবং তারাও এই দাবী জানাবেন সরকারের কাছে।
তবে
বিশ্লেষকদের একাংশ আর বরাক উপত্যকার সাংস্কৃতিক সংগঠনগুলি বলছে করিমগঞ্জের নাম বদলের
প্রসঙ্গটি রাজনৈতিক দাবি।
তবে
এ প্রসঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক গৌতম দত্ত
বিবিসিকে বলেন, “আসামের বাঙালীরা এখন একটা মহাসঙ্কটের মুখোমুখি। এন আর সির মাধ্যমে
১৯ লক্ষ মানুষ, যাদের মধ্যে সিংহভাগ বাঙালী, তারা রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।
এই সময়ে একটা প্রান্তিক শহরের নাম বদলের প্রস্তাব দেওয়াটা একেবারেই অপ্রাসঙ্গিক।
আসল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই করিমগঞ্জের নাম বদলের প্রস্তাব তোলা হয়েছে।
আমরা সংগঠনগতভাবে এর বিরোধিতা করছি।” সূত্র : বিবিসি
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: