03 November 2019

চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টায় ২ পরিবহন শ্রমিক গ্রেফতার



স্টাফ রিপোর্টার।। গাজীপুরে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ কিশোরীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে যায়। পরে ওই কিশোরী গাজীপুর সিটি সার্ভিস চ্যাম্পিয়ন পরিবহন বাসের চালক ও দুই সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানার আমড়া গ্রামের কবির হোসেনের ছেলে জুয়েল (২৮) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দনকান্দি গ্রামের আলতু মিয়ার ছেলে আশিক (২২)। এরা উভয়ে গাজীপুর সিটি সার্ভিস চ্যাম্পিয়ন পরিবহন বাসের চালকের সহকারী। ওই ঘটনার পর চালক হারুন মিয়া পালিয়ে গেলেও পুলিশ চ্যাম্পিয়ন পরিবহনের বাস (ঢাকামেট্রো-জ-১৪-০৪৯৩) জব্দ করেছে।

কিশোরীর বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, কিশোরীটি ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে বিনোদনমূলক শর্টফিল্ম ও ছোট নাটিকাসহ নানা ধরনের অনুষ্ঠানের সাথে জড়িত। গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর থেকে মাওনা পর্যন্ত চলাচলকারী গাজীপুর সিটি সার্ভিস চ্যাম্পিয়ন পরিবহনের একটি লোকাল বাসে উঠে। কিছুদূর আসার পর বাসে নিয়োজিত পরিবহন শ্রমিকরা অন্যান্য যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। এসময় পরিবহনের চালক জানায় তাদের সমস্যা থাকলেও কিশোরী যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিবেন। পরে বাস নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে এই কিশোরী যাত্রীকে গন্তব্যে না নামিয়ে মাওনা চৌরাস্তার উড়াল সেতুর উপর বাসের ভেতর কিশোরীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় পরিবহন শ্রমিকরা। তবে কিশোরীটি আত্মরক্ষার্থে পা দিয়ে বাসের জানালার কাঁচ ভেঙ্গে ফেলে এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্থানীয় পথচারীরা এ ঘটনা দেখতে পেয়ে মাওনা হাইওয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে। এসময় ওই দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার করে। তবে ঘটনার সময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে শ্রীপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় নির্যাতিতা কিশোরী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় রাতেই মামলা দায়ের করেছে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা গেলেও চালক পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে।


শেয়ার করুন

0 facebook: