স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামীলীগ কে উদ্যেশ্য করে ‘নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে এবার সময় বুঝে কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ কর্মসূচি হবে লাস্ট অ্যান্ড
ফাইনাল। যাতে আমাদের পিছে চলে যেতে না হয়। এর মাধ্যমে মানুষের গণজোয়ার
সৃষ্টি হবে। আমি আশা করি, সেই জোয়ারে নৌকা ভেসে যাবে, আন্দোলনের মাধ্যমে তাদেরকে দাবি মানতে বাধ্য করা হবে।’
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন মওদুদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কারাবন্দি সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন
আলীর মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় সদ্য কারামুক্ত নেতা রফিক হাওলাদারকে ফুল
দিয়ে বরণ করেন মওদুদ। সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিএনপির
চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব
হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী
বাবু, মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু প্রমুখ।
0 facebook: