স্বদেশবার্তা ডেস্কঃ সাদামাটা সাজসজ্জার মধ্যে আজ সোমবার প্রথম দিন ঢাকা থেকে ছেড়ে
আসা রিজেন্ট এয়ারওয়েজ সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায় বেলা ১১টা ৪০ মিনিটে। এর পর ফিতা কেটে উদ্বোধনীর আনুষ্ঠানিকতা সেরে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন
করে বেলা ১২টা ৪৬ মিনিটে।
সৈয়দপুর-ঢাকা আকাশপথে ডানা মেললো দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
সৈয়দপুর-ঢাকা আকাশপথে ডানা মেললো দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
রিজেন্ট এয়ারওয়েজ সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২ হাজার ৬৯৯ টাকা এবং ফিরতিভাড়া ৫ হাজার
৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রিজেন্ট
এয়ারওয়েজের সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট
এবং ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
প্রথম দিকে রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে
প্রতিদিন দুটি করে ফ্লাইট চালাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে ফ্লাইট চলাচলের সংখ্যা বর্তমানে সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ৯টিতে
দাঁড়াল। প্রতিদিন সকাল ৯টায়
ঢাকা থেকে ছেড়ে ১০টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে ফ্লাইটটি। সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায়
পৌঁছাবে।
আর দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকাল ৩টায় ঢাকা থেকে ছেড়ে ৪টা
১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে। সৈয়দপুর
বিমানবন্দর থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সূত্র আরও জানায়, আগামী
ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটে আরও দুটি গন্তব্যে ডানা মেলবে রিজেন্ট এয়ারওয়েজ। এগুলো হচ্ছে- যশোর ও সিলেট রূটে। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপকশাহীন আহমেদ জানান, বর্তমানে সৈয়দপুর-ঢাকা আকাশপথে বাংলাদেশ বিমানের একটি, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের তিনটি,
ইউএস-বাংলার
তিনটিসহ মোট নয়টি ফ্লাইট নিয়মিতভাবে চলাচল করছে। বিমানবন্দরের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: