16 March 2019

নিউজিল্যান্ডের মসজিদে হামলার একদিন পর সৌদি বাদশাহর শোক

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ৪৯ জন মুসলমান নিহত হওয়ার একদিন পর শোক জানালেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ

শনিবার এক টুইটবার্তায় নৃশংস এ ঘটনার নিন্দা জানিয়ে সৌদি বাদশাহ হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়া জানায়, নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শেতাঙ্গ বন্দুকধারীর চালানো স্মরণকালের ইতিহাসে বর্বরোচিত এ হামলাকে ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ

টুইটারে দেয়া শোকবার্তায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানসন্ত্রাসীদের কোনো ধর্ম নেই জানিয়ে সৌদি বাদশাহ বলেন, সন্ত্রাসীরা ধর্ম ও মানবতার শত্রু

ভয়াবহ এ হামলায় নিহত মুসল্লিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সালমান বিন আবদুল আজিজ তাদের আত্মার মাগফিরাত কামনা করেনপাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন

এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউজিল্যান্ড সরকারের কাছে শোকবার্তা পাঠিয়েছেনশোকবার্তায় সমবেদনার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিউজিল্যান্ড সরকারকে সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়


শেয়ার করুন

0 facebook: