স্বদেশবার্তা ডেস্কঃ মঙ্গলবার (২৩ জানুয়ারি) জিয়া অরফানেজ ও জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিয়ে রাজধানীর বকশী বাজার আলীয়া মাদ্রাসায়
স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত থেকে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, খালেদার গাড়িবহরটি
প্রেসক্লাব-হাইকোর্টের কদম ফোয়ারার কাছে পৌঁছালে এসময় বহরের পেছনে থাকা নেতাকর্মীর
মধ্যে ৬ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- আরাফাত (৩০), আলামিন-শরিফ (২৮), নাইমুল ইসলাম (২৫), সোহেল হাওলাদার (২৮), আলমগীর হোসেন (২২) ও শামীম (২২)।
0 facebook: