25 January 2018

নামাযের সময় উচ্চস্বরে পূজার গান বন্ধ করতে বলায় মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করলো উগ্রপন্থী হিন্দুরা


রাজশাহী প্রতিনিধিঃ ইশার পবিত্র নামাযের সময় উচ্চস্বরে পূজার গান না বাজানোর কথা বলায় মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করলো উগ্রপন্থী হিন্দুরা। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুদের স্বরস্বতি পূজায় উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে উগ্রপন্থী হিন্দুরা মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় এই ন্যাকারজনক ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সূত্রে জানা গেছে, সরস্বতি পূজা উপলক্ষে উচ্চস্বরে মাইক বাজিয়ে যাচ্ছিলেন কিছু তরুন। এ সময় কুমারপাড়া জামে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন। অন্যান্য মুসল্লিরা এসে মাইক না বাজিয়ে বা বন্ধ করে মসজিদের সিমানা অতিক্রম করার কথা বললে ওই উগ্রপন্থী হিন্দু তরুনরা মারমুখি হয়ে উঠে মুসল্লিদের উপর চড়াও হয়। পরে তারা দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে গেলে সেখানে গিয়েও মুসল্লিদের পেটায়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সচেতন মহল পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সেখানে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, প্রতিমা নিয়ে একদল হিন্দু তরুন পদ্মার দিকে যাচ্ছিল। মসজিদের পাশে উচ্চস্বরে গানবাজানো নিয়ে মুসল্লিদের সাথে একটু ঝামেলা হয়। পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


শেয়ার করুন

0 facebook: