25 January 2018

তিন তালাক বিল মূলত মুসলিম-বিরোধী চক্রান্তের ফল, দাবি আসাদুদ্দিন ওয়াইসির


আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফসল ই ভারতের তিন তালাক আইন। মুসলিম পুরুষদের শাস্তি দিতেই তা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন নিখিল ভারত মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনম (AIMIM)-এর সভাপতি আসাউদ্দিন ওয়াইসি।

পদ্মাবত ছবি ঘিরে বিতর্কের মীমাংসা করতে কমিটি গঠন করা হলেও তিন তালাক ইস্যু নিয়ে এমন কোনও পদক্ষেপ করা হয়নি বলেও হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসির দাবি। রবিবার রাতে ঔরঙ্গাবাদের এক জনসভায় তিনি বলেন, 'তিন তালাক বিল হল মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। সমাজের মহিলাদের পথে টেনে আনতে এবং পুরুষদের জেলে পাঠাতেই এই চক্রান্ত করা হয়েছে।'

পাশাপাশি, বিবাহ বিচ্ছেদ ত্বরান্বিত করতে যারা তিন তালাকের পথ ধরবে, তাদের সামাজিক বয়কট করার ডাকও দেন ওয়াইসি। আবার মুসলিম নারী কল্যাণের জন্য কেন্দ্রীয় বাজেটে ২০০০ কোটি টাকা বরাদ্দ করার দাবিও তিনি জানান।

লোকসভার শীতকালীন অধিবেশনে পাশ হয় বিবাহ ক্ষেত্রে মুসলিম নারীর অধিকার সুরক্ষা বিল ২০১৭। কিন্তু বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানোর দাবি জানানোর ফলে রাজ্যসভার অনুনমোদন মেলেনি। প্রস্তাবিত আইনের খসড়া অনুযায়ী, তাত্‍ক্ষণিক তিন তালাক দিলে স্বামীর ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তিন তালাক আইন মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফসল। মুসলিম পুরুষদের শাস্তি দিতেই তা তৈরি হয়েছে বলে অভিযোগ নিখিল ভারত মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনম (AIMIM)-এর সভাপতি আসাউদ্দিন ওয়াইসির।

পদ্মাবত ছবি ঘিরে বিতর্কের মীমাংসা করতে কমিটি গঠন করা হলেও তিন তালাক ইস্যু নিয়ে এমন কোনও পদক্ষেপ করা হয়নি বলেও হায়দরাবাদের সাংসদ ওয়াইসির দাবি। রবিবার রাতে ঔরঙ্গাবাদের এক জনসভায় তিনি বলেন, 'তিন তালাক বিল হল মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। সমাজের মহিলাদের পথে টেনে আনতে এবং পুরুষদের জেলে পাঠাতেই এই চক্রান্ত করা হয়েছে।'

পাশাপাশি, বিবাহ বিচ্ছেদ ত্বরান্বিত করতে যারা তিন তালাকের পথ ধরবে, তাদের সামাজিক বয়কট করার ডাকও দেন ওয়াইসি। আবার মুসলিম নারী কল্যাণের জন্য কেন্দ্রীয় বাজেটে ২০০০ কোটি টাকা বরাদ্দ করার দাবিও তিনি জানান।

লোকসভার শীতকালীন অধিবেশনে পাশ হয় বিবাহ ক্ষেত্রে মুসলিম নারীর অধিকার সুরক্ষা বিল ২০১৭। কিন্তু বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানোর দাবি জানানোর ফলে রাজ্যসভার অনুনমোদন মেলেনি। প্রস্তাবিত আইনের খসড়া অনুযায়ী, তাত্‍ক্ষণিক তিন তালাক দিলে স্বামীর ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


শেয়ার করুন

0 facebook: