26 January 2018

কুমিল্লায় চেয়ারম্যানের বিরুদ্ধে খাল কাঁটার মাটি বিক্রি করার অভিযোগ !


কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খালকাটার মাটি বিক্রি অভিযোগ উঠছে। পেরিয়া ইউপি চান্দুর-চতলিয়া খালের মাটি দিয়ে খালের দুপাশ বাঁধার কথা থাকলেও তা না করে পাশ্ববর্তী ইটভাটায় তা বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দিয়ে খাল খনন করে ওই খালের মাটি পাশ্ববর্তী ইটভাটায় বিক্রি করা হচ্ছে

নিয়ম অনুযায়ী খালের মাটি কেটে দুপাশ বাঁধার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান তা না করে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে খালের মাটি ইটভাটায় বিক্রি করছে।

এতে সরকারের খাল খনন কর্মসূচির কোন সুফল কৃষক পাবে না বলে অনেকে মনে করছে। নাম প্রকাশ না করার শর্তে ১জন কৃষক বলেন, ‘এই খাল কাটা প্রকল্প শুধু মাত্র সরকারী টাকার অপচয়!


শেয়ার করুন

0 facebook: