সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দিয়ে খাল খনন করে ওই খালের মাটি পাশ্ববর্তী ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী খালের মাটি কেটে দু’পাশ বাঁধার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান তা না করে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে খালের মাটি ইটভাটায় বিক্রি করছে।
এতে সরকারের খাল খনন কর্মসূচির কোন সুফল কৃষক পাবে না বলে অনেকে মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে ১জন কৃষক বলেন, ‘এই খাল কাটা প্রকল্প শুধু মাত্র সরকারী টাকার অপচয়!’
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: