30 January 2018

মাহমুদুর রহমানের আরও ৬ মামালায় জামিন পেলেন!


স্বদেশবার্তা ডেস্কঃ রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে দায়ের করা পৃথক ছয় মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে মাহমুদুর রহমান জামিন আবেদন করলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্রঅন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ড. মুহম্মদ বশিরউল্লাহ

গত ১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানহানি এবং রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির উস্কানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়জেলা হলো- যথাক্রমে কুষ্টিয়া, দিনাজপুর, বরিশাল, যশোর, টাঙ্গাইল ও কুড়িগ্রামএর আগে আরও ১০ মামলায় জামিন পান মাহমুদুর রহমান


শেয়ার করুন

0 facebook: