![]() |
স্টাফ রিপোর্টারঃ গুলিভর্তি পিস্তলসহ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বিমানবন্দরে এক যাত্রীকে আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগে উত্তরা জোনের
সাবেক ডিসি বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট।
বর্তমানে তিনি হবিগঞ্জের এসপি হিসাবে দায়িত্ব পালন করলেও ওই সময় তিনি
হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। এই অভিযোগে বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৩ ফেব্রুয়ারি তাকে
হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতে এ বিষয়ে
শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। দুই পুলিশ কর্মকর্তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী
ইউসুফ হোসেন হুমায়ুন।
ফরহাদ আহমেদ
সাংবাদিকদের জানান, গত বছর ১৫ ফেব্রুয়ারি রাতে
আজমত রহমান বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে অস্ত্রসহ ধরা পড়েন। এ ঘটনায় পুলিশ একটি জিডি করে, তবে বাবার জিম্মায় আজমতকে ছেড়ে দেয়।
এ ঘটনা নিয়ে গত
বছর ১০ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। দুই দিন পর ১২ ডিসেম্বর এটি আদালতের নজরে আনা হয়। এরপর আদালত সুয়োমুটোভাবে আদেশ
দেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে
রুল জারির পাশাপাশি বিমানবন্দর থানার ওসি ও এসআইকে তলব করে।
এর আগে গত ২৪ জানুয়ারি
এ ঘটনার জন্য আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিমানবন্দর থানার ওসি
নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহা। নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের
হাইকোর্ট বেঞ্চ তাদের ভর্ৎসনা করেন।
0 facebook: