08 February 2018

আতঙ্কিত রাজশাহীর লোকজন, বাড়ির বাহিরে বের হচ্ছেনা কেউ


স্বদেশবার্তা ডেস্কঃ আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিভাগীয় শহর রাজশাহীতে থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়ন করা হয়েছে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ। এদিকে নগর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সকালে রাজশাহী বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। সকাল ১০টার দিকে নেতাকর্মী নিয়ে কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ১০টা ২০ মিনিটে আসেন নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এরপর সেখানে আসেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। বতর্মানে বিএনপির কয়েকশ নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান করছে। তার আশপাশে মোতায়ন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবুর রহমান বিএনপির কার্যালয় এলাকা পরিদর্শন করেছেন।

মিজানুর রহমান মিনু ঘটনাস্থলে আসার পরপরই নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ তার সঙ্গে কথা বলেন। মিনু ওসিকে জানান, সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপি নেত্রীর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার। আমাদের নেতাকর্মীরা কোনো বিশৃক্সখল কর্মকাণ্ড করবে না। তখন ওসি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের বাধা নেই।

এদিকে রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের বের করা একটি মিছিল সাহেব বাজার ও মনিচত্বর এলাকা প্রদক্ষিণ করে। তবে বেলা ১১টায় এই প্রতিবেদন এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


অন্যদিকে সকালে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও মানুষজন বাড়ছে। তবে অন্যান্য দিনের চেয়ে মানুষের উপস্থিতি কম। নগরীর অনেক দোকানপাটও এখনো খোলেনি। জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হচ্ছেন না।


শেয়ার করুন

0 facebook: