![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসকারী সন্দেহে রাজশাহীতে এক নারীকে পুলিশে দিয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকরা। শনিবার বেলা পৌনে ১০টার দিকে
নগরীর পিএন বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে
ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তিনি এক পরীক্ষার্থীর মা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সকাল ১০টা থেকে গণিত পরীক্ষা শুরু হয়। এর আগেই কেন্দ্রের সামনে বসে
এক পরীক্ষার্থীকে প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন ওই নারী। টের পেয়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা তাকে
চ্যালেঞ্জ করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
বোয়ালিয়া মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, সন্দেহভাজন ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।
0 facebook: