19 February 2018

মস্কো চেষ্টা করছে ক্রিমিয়ার মুসলিম ঐতিহ্য মুছে ফেলতে


আন্তর্জাতিক ডেস্কঃ ১৭৮৩ সালে রাশিয়ার জাররা কৃষ্ণ সাগরের উপদ্বীপটি দখল করার পর চেঙ্গিস খানের বংশধরদের উৎখাত করেছিল। ৫০০ বছরের পুরনো চুনাপাথরের ভবনটি মোড়ানো ছিল কাঠের পাটাতন ও লম্বা লম্বা কাপড়ের টুকরায়এতে ঢাকা পড়েছে জ্যামিতিক অলঙ্কার ও কুরআন শরিফের কালিগ্রাফি এর পাশেই পড়ে রয়েছে ইস্পাত-রডের ভারী বান্ডিলগুলো, যা খানদের জন্য নির্মিত আপাত ওজনহীন কিংবদন্তির প্রাসাদতুল্য ভবনের আঙ্গিনায় বেমানান মনে হয়। 

মস্কো দ্বিতীয়বার ক্রিমিয়া দখলের চার বছর পর চলতি বছরের জানুয়ারিতে রাশিয়াপন্থী কর্তৃপক্ষ কমপ্লেক্সটির সবচেয়ে পুরনো ও সবচেয়ে পবিত্র অংশটুকু অর্থাৎ ১৫৩২ সালে নির্মিত বিগ খান মসজিদ পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেপাশাপাশি তারা পুরো প্রাসাদ পুনরুদ্ধারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে তবে বিশেষজ্ঞ, সমাজের নেতৃবৃন্দ ও ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, পুনরুদ্ধারে কমপ্লেক্সটির আসল রূপ ধ্বংস হতে পারেতারা বলেছেন, এটি ক্রিমিয়ান তাতার জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার একটা ফন্দিকারণ দুই লাখ ৫০ হাজার তাতার ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল

নির্মাণ প্রকৌশলী ও ক্রিমিয়ার প্রাক অধিগ্রহণ সরকারের সাবেক কর্মকর্তা এডাম দাদকভ বলেছেন, ‘পুরো ভবন পুনরুদ্ধারের প্রকল্পটি একটি নীল নকশাতিনি বলেন, প্র্রসাদটি হারিয়ে যাবেতারা যা নির্মাণ করছেন তা একটি নকল ভবন দাদকভ বলেন, পুনঃস্থাপনের কাজে নিয়োজিত এটিটিএ গ্রুপ আধুনিক স্থাপত্য নির্মাণে অসাধারণ এবং তারা যে উপকরণ ব্যবহার করে যেমন স্টিল ও কংক্রিট, তাতে নিশ্চিতরূপে ধ্বংস হবে ভঙ্গুর ভবনটি তারা ব্যবহার করবে মধ্যযুগীয় হস্তনির্মিত টাইলসের জায়গায় আধুনিক স্পেন নির্মিত আচ্ছাদন এবং পুরো কাঠের পাটাতনের পরিবর্তে সংযুক্ত পাথরএ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোম্পানিটি

মস্কো কর্তৃক বহিষ্কৃত সম্প্রদায়ের নেতা মোস্তফা জেমাইলভ ফেসবুকে লিখেছেন, মসজিদটিতে এরই মধ্যেই যা করা হয়েছে, তা ভবনটির আসল রূপের আংশিক ক্ষতিএই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেন কর্তৃপক্ষওসূত্রঃ আলজাজিরা।


শেয়ার করুন

0 facebook: