আন্তর্জাতিক ডেস্কঃ অস্ত্র উচিয়ে গুলি ছোড়ার ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার এক
পার্লামেন্ট সদস্য। অনলাইনে অস্ত্রসহ ছবি পোস্ট করায় এই সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচিত পোষ্টে তিনি লিখেছেন- তুমি কি নিজেকে
সৌভাগ্যবান মনে করছ? হে গ্রিন পার্টির বখাটে?
শনিবার দেশটির
সরকারদলীয় এমপি জর্জ ক্রিসটেনসেন ফেসবুকে ছবিটি পোস্ট করেন। গ্রিন পার্টি
জানিয়েছে, রক্ষণশীল এমপির পোস্ট করা ওই ছবি সত্যিই লজ্জাজনক। যে সপ্তাহে যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডায় স্কুলে নির্বাচার গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করা হয়, সেই একই সপ্তাহে তিনি এ ছবিটি পোস্ট করেছেন। পুলিশ বলেছে, তার বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হবে কিনা, তা বিবেচনা করে দেখছেন তারা। তারা পোস্টটি নিয়ে মূল্যায়ন
করছেন।
তবে ওই এমপি
ছবি পোস্টের ঘটনাটিকে তামাসা আখ্যায়িত করে নিজের পক্ষে সাফাই গেয়েছেন।
ক্রিসটেনসেন
বলেন, এটিকে গুরুত্বের সঙ্গে নেয়ার কিছু নেই। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, তার এই ছবি পোস্টের কাজটি ঠিক হয়নি। তার রাজনৈতিক বিরোধীরা তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ করেছেন। গ্রিন পার্টির এমপি সারাহ
হ্যানসন বলেন, ওই পোস্টের পর তিনি অনলাইনে
হত্যার হুমকি পেয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: