19 February 2018

মোস্তাফা জব্বার বলেছেন প্রশ্নফাঁস সমস্যার সমাধান সম্ভব


স্বদেশবার্তা ডেস্কঃ বর্তমান প্রশ্নফাঁসের সমস্যা ডিজিটাল উপায়ে সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন ডাকটেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার সম্প্রতি বিজয় নেটিজেনের উদ্যোগে রাজধানীর এলজিইডি ভবনের দ্বিতীয়তলায় অনুষ্ঠিত শিক্ষার ডিজিটাল রূপান্তরশীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি

মন্ত্রী বলেন, শিশুদের এখন আর চক ডাস্টার টেবিল-চেয়ারে পড়ানো যাবে নাতাদের কম্পিউটারের মাধ্যমে শেখাতে হবেকারণ এখন আর শিশুরা স্কুলে আগ্রহ ধরে রাখতে পারে নাতারা ডিজিটালের ছোঁয়া পেয়েছেপ্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষার জন্য সফটওয়্যার তৈরিতে কাজ করেছিবর্তমানে সাতটি সফটওয়্যার তুলে দেওয়ার মতো অবস্থায় এসে পৌঁছেছি মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তর বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা চলছে১৭৬০ সালের যে শিক্ষাব্যবস্থা ছিল তা এখনো বিদ্যমান রয়েছেএর পরিবর্তন না আনলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার অগ্রগতি সম্ভব নয়এ পরিবর্তনের মাধ্যমে যে অনাকাঙ্ক্ষিত প্রশ্নফাঁস হলে তা সমূলে উৎপাটন করা সম্ভব২০৪১ সালকে লক্ষ্য রেখে শিক্ষাব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন না আনলে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বোঝা হয়ে দাঁড়াবে

নেটিজেন আইটি লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ড সিসিপি মোহাম্মাদ আশিকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মুহম্মদ মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো. দেলওয়ার হোসেন, বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কামাল কাদির,আমরা নেট্ওয়ার্ক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ফরহাদ আহমেদ


শেয়ার করুন

0 facebook: