স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের উদ্ধৃতিতে বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জবানবন্দি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে দেশনেত্রী
বেগম খালেদা জিয়া যে জবানবন্দিতে দিয়েছেন সেটিকে বিচারক ড. আখতারুজ্জামান তার রায়ে
বিকৃতি করে উদ্ধৃত করেছে। জবানবন্দিতে
বেগম জিয়া এক জায়গায় বলেছিলেন, নির্বিচারে গুলি করে
প্রতিবাদী মানুষদের হত্যা করা হচ্ছে, ছাত্র ও শিক্ষকদের হত্যা
করা হচ্ছে। এগুলো কি ক্ষমতার
অপব্যবহার নয়? অপব্যবহার আমি করেছি? উনি প্রশ্ন করছেন বিক্ষুব্ধ হয়ে। এটাকে বিচারক (রায়ে)
বলেছেন যে আসামি বেগম খালেদা জিয়া ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারার বিধান মতে আত্মপক্ষ
সমর্থনমূলক বক্তব্য প্রদানের সময় নিজ জবানিতে স্বীকার করেছেন যে তিনি অপরাধ করেছেন। খালেদা জিয়ার বক্তব্য এভাবে বিকৃত করে বিচারক রায় দিয়েছেন। প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে উনি (বিচারক) দাড়ি দিয়ে দিয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই
অভিযোগ করেন।
রিজভী আরও বলেন,
ন্যায়বিচারকে
পদদলিত করে বিচারক ড. আখতারুজ্জামান যে কুৎসিত দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে তিনি ইতিহাসে কলঙ্কিত ব্যক্তি হয়ে থাকবেন। শেখ হাসিনার জমানায় ইনসাফ যে এখন পালিয়ে বেড়াচ্ছে তা এই ড. আখতারুজ্জামানদের
মতো বিচারকদের কারণে। আমরা বলতে চাই, সৃষ্টিকর্তা মহান আল্লাহ ও জনগণের সাজা থেকে এ সমস্ত মানুষরা কখনো রেহাই পাবেন
না। পক্ষপাতদুষ্ট এই বিচারকরা সরকারের অনুগ্রহভাজন
হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকায় এই ভোটারবিহনী সরকার গণতন্ত্রকে ধুলোয় লুটিয়ে দেশে
অরাজকতা, বিশৃঙ্খলা,
হিংসা, গুম-খুনে আগ্রহী হয়ে উঠেছে।
0 facebook: