23 February 2018

ইনশাল্লাহ খালেদা জিয়ার জামিন হবে রোববারঃ মওদুদ


স্বদেশবার্তা ডেস্কঃ আমাদের জুডিশিয়ারিতে ন্যায়বিচারের যে কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ আগামী রোববারই বেগম খালেদা জিয়া জামিন মঞ্জুর হবেআমি মনে করি, একদিনের বিলম্ব আমাদের প্লাস পয়েন্ট, একদিন বিলম্ব আওয়ামী লীগের মাইনাস পয়েন্টবলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার সকালে তিনি একথা বলেন

তিনি আরও বলেন, আমাদের নেত্রী জেলখানা থেকে বের হওয়ার পর আমরাও তাকে নিয়ে প্রচারে যাবএবার কোনো আপত্তি আমরা শুনবো নাআওয়ামী লীগ যদি সভা করে নৌকায় ভোট চাইতে পারে তাহলে বিএনপিও জনসভা করে ধানের শীষে ভোট চাইতে পারে

মওদুদ বলেন, আমি বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার প্রশংসা করিতিনি কারাগারে যাবার সময় বলে গেছেন, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে হবেকোনো ধরনের হঠকারিতা চলবে নাখালেদা জিয়ার দূরদর্শী নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিআমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার খুশি নয়সরকার চেয়েছে আমাদের বিক্ষুব্ধ নেতাকর্মীদের উসকানি দেবেআর তারা সে সুযোগে পেট্রোলপাম্প জ্বালাবে, অগ্নিসংযোগ করবেআর তার দায় আমাদের উপর চাপাবে

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে আমরা দেখিয়ে দেবোনির্বাচনের মাঠে নামলে পরিবেশ পাল্টে যাবেবিএনপিকে কেউ ভাঙতে পারেনিএখন পারবে কীভাবে? এখনতো যুদ্ধের সময়, ঐক্যবদ্ধ থাকার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে মওদুদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে বিরোধীদলকে দমন করার জন্যতাদের একটাই কাজতারা হত্যা, ধর্ষণসহ সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ দমনে কোনো কাজ করছে নাতাদের এটাই শেখানো হচ্ছে


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীএসময় বিএনপির ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ইসলামী ঐক্যজোটের মাওলানা শওকত আমীন ও এনডিপির মঞ্জুর হোসেন ঈসাসহ অনেকে উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: