25 February 2018

সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ এখন রোল মডেলঃ আইজিপি


স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বিশ্বে  সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ এখন রোল মডেল

গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবীবাজারে পুলিশ লাইন মাঠে সিলেট  জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি

আইজিপি বলেন, ‘বিদেশ সফরে গেলেই সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের কাছে জানতে চান, তোমরা কীভাবে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীবাদ রুখে দিয়েছোতারা সবসময় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে অনুসরণ করে

জাবেদ পাটোয়ারী বলেন, ‘সিলেট আমার অনেক প্রিয়এখানে আমি অতীতে দায়িত্ব পালন করেছিবাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাস, ও মাদকতবে যত বাধেই আসুক না কেন, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হবেই

আইজিপি আরও বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভবকারণ, আমাদের দেশে মাদকের উৎপাদন হয় নাবিভিন্নভাবে এগুলো দেশে আসেঅতীতে যেভাবে আমরা সন্তাসী নির্মূল করেছি, সেভাবে মাদককেও নির্মূল করতে পারবোবাংলাদেশে দারিদ্র্যের হার ৯ বছরে ৪১ শতাংশ থেকে ২২ শতাংশে এসেছে প্রধানমন্ত্রী ২০২১ ও ২০৪১ সালের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, তা আমরা বাস্তবায়ন করতে পারবোতবে আমাদেরকে নিরাপদ বাংলাদেশ গড়তে হবেসন্ত্রাস মোকাবিলায় ২০১৩-১৪ সালে ১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে জীবন দিয়েছেন বলে তিনি জানান

ওই বছরে তিন হাজার পুলিশ সদস্য আহত  হয়েছেন জানিয়ে তিনি বলেন- সিলেটে এককোটি মানুষের জন্য ১০ হাজারও পুলিশ নেইজননেত্রী শেখ হাসিনা পুলিশের জনবল বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেনআমরা আশাবাদী, পুলিশের জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে
সমাবেশ শেষে আইজিপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের (বরখাস্ত) বিষয়টি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গুরুত্ব সহকারে তদন্ত করে যাচ্ছেনযদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সিলেটের ডিআইজি মুহম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ও জেলার অতিরিক্ত সুপার মুহম্মদ আক্তারুজ্জামান বসুনিয়ার পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান

পুলিশ সুপার বলেন, ‘মাদক,জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশের অনেক ভূমিকা রয়েছেএগুলো পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়এজন্য সবাইকে সচেতন হতে হবেপাশাপাশি পুলিশকে তথ্য দিয়েও সহযোগিতা করতে হবেপ্রবাসীরা হয়রানির শিকার হলে সিলেট জেলার ১১টি থানা ও জেলা পুলিশের কার্যালয়ে প্রবাসী সেল রয়েছেএই সেলে কোনও প্রবাসী অভিযোগ দিলে তা গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুহম্মদ আযম খানজেলা প্রশাসক মুহম্মদ রাহাত আনোয়ার, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক এমপি সৈয়দা জেবুননেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সিলেট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, ওসমানী নগর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক আতাউর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান,বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, মৌলভীবাজারের অ্যাডভোকেট শান্তিপদ দাস, নবীগঞ্জ-হবিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, দোয়ারাবাজার-সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী


শেয়ার করুন

0 facebook: