28 February 2018

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন


স্বদেশবার্তা ডেস্কঃ সিঙ্গাপুরের হাসপাতালে মেডিকেল চেকআপের পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদমঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনিগত ২১ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, সংশ্লিষ্ট অন্যান্য সচিব, পুলিশের মহাপরিচালক (আইজিপি) এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান


উল্লেখ্য, রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের জন্য গত ২১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যান


শেয়ার করুন

0 facebook: