28 February 2018

মুসলিমদেরকে তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আসাম


আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৭১ সালের মার্চ মাসের পর থেকে যারা ভারতের আসামে অবস্থান করছে তাদের উচ্ছেদ করার প্রস্তুতি নিচ্ছে আসামইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশও করেছে আসাম সরকারতাতে দেখা যাচ্ছে, কয়েক লাখ মুসলিম সেখান থেকে বিতাড়নের শিকার হবেনএ নিয়ে সেখানকার মুসলিমদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে

যারা আসামের নাগরিকত্ব পাবে না তাদের হয় বাংলাদেশে আশ্রয় নিতে হবে না হলে কারাগারে বাস করতে হবেএজন্য মেখানে বৃহদাকার বন্দিশালাও নির্মাণ করছে আসাম সরকারআর বন্দিশালায় যারা থাকবে তাদের কোনো মর্যাদা থাকবে না, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী তারা শুধু অন্ন, বস্ত্র ও বাসস্থানের সুযোগ পাবে তারাখবর দ্য গার্ডিয়ানের

নতুন বছরের (২০১৮) ঠিক আগের দিন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যের সরকার ১৯ লাখ মানুষের একটি তালিকা (নাগরিকত্বের তালিকা) প্রকাশ করেএর উদ্দেশ্যে হলো, ১৯৭১ সালের মার্চ মাসের আগে কারা আসামের বাসিন্দা ছিল তা শনাক্ত করা এবং যারা এর মধ্যে পড়বে না তাদের উচ্ছেদ করা

গত বছরের ৩১ ডিসেম্বর অসম্পন্ন যে খসড়া তালিকা প্রকাশ করা হয়, তাতে ১৪ লাখ লোকের নাম বাদ পড়ে, যারা আসামেই বসবাস করে আসছেসে সময় কর্মকর্তারা বলেন, চূড়ান্ত তালিকায় আরো কয়েক লাখ লোকের নাম অন্তর্ভুক্ত হবেকিন্তু ওই কর্মসূচি আসামে আতঙ্ক ছড়িয়েছেসেই সঙ্গে এ পূর্বাভাসও দিচ্ছে যে, ভারত হাজার হাজার লোককে রাষ্ট্রহীন করতে যাচ্ছে

খসড়া তালিকাটি প্রকাশের কয়েক সপ্তাহ আগে থেকেই আতঙ্কে ছিলেন ৪০ বছর বয়সী খান, যদিও তার জন্ম আসামেইএমনকি তার মা-ও ভারতীয়শুধু তার বাবা আফগান নাগরিক, যিনি অনেক বছর আগেই দেশে ফিরে গেছেন

আগামী ৩১ মে সরকার যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তখন বিদেশিদের তালিকায় আরও হাজার হাজার লোকের নাম যুক্ত হবেযদিও তাদের ব্যাপারে কী করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা নেইআসামের মুখ্যমন্ত্রী সর্বান্দ সেনোয়াল গত মাসে এক সাক্ষাৎকারে বলেছেন, বিদেশিরা সাংবিধানিক অধিকার হারাবে


শেয়ার করুন

0 facebook: