স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতের দিকে যাওয়ার পথে কাকরাইল মোড় পার হওয়ার সময় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে জিয়া অরফানেজ
ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির বিক্ষুব্ধ
নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে একটি এবং জনস্বাস্থ্য অধিদফতরের
কার্যালয়ের সামনে আরেকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।
এ সময় বিএনপির
নেতাকর্মীরা কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুর চালান। ঘটনাস্থলে নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফায় পুলিশের
ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদার গাড়িবহর কাকরাইলের কাছ দিয়ে রমনা এলাকা পার হওয়ার সময় বিএনপি
নেতাকর্মীরা বহরে যোগ দিতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। জবাবে জলকামান নিক্ষেপ ও ফাঁকা
গুলি ছোড়ে পুলিশও।
শেষ খবর পাওয়া
পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছেছে।
0 facebook: