11 January 2019

সিলেটে ডাকাতের স্ত্রীর তথ্যে ডোবায় মিলল বিপুল অস্ত্র


সিলেট প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে ডাকাতের স্ত্রীর দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বড় ইসবপুর গ্রামের মধু মিয়ার ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি বন্দুক, ৪টি রামদা, একটি গ্রিল কাটার ও একটি পাইপ রয়েছে

সম্প্রতি গ্রেফতার হওয়া তোফায়েল ওরফে তোফার দেয়া তথ্যে বৃহস্পতিবার ডাকাত শাহজানের স্ত্রী শারমীন বেগমকে (২০) আটক করে পুলিশ আটক শারমীনের দেয়া তথ্যমতে ওই অভিযান চালানো হয়ডোবার কচুরিপনা পরিষ্কার ও পানি সেচ দিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে অস্ত্রভর্তি একটি বস্তা উদ্ধার হয়

ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন বলেন, ডাকাতদের তথ্যমতে ডোবায় আরও দুই বস্তা অস্ত্র রয়েছেসেগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে


শেয়ার করুন

0 facebook: