![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ শারিরিক চাহিদার যে নিদ্রিষ্ট কোন বয়স নাই তা আবারো প্রমানিত হলো ঢাকার অদূরে সাভার উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটায়। গতকাল বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুরে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাওগাতুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘শিশুটিকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ১১ বছরের আরেক শিশুকে আটক করে পুলিশে দিয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনায় মেয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে সাভার থানার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, গতকাল রাতে সাভারের কাতলাপুর এলাকায় এক তৈরি পোশাকশ্রমিক (২৪) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আজহার নামে এক ফল বিক্রেতাকে আটক করা হয়েছে।
পোশাক শ্রমিক ও তাঁর স্বামী ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানিয়েছে, রাতে ওই পোশাক শ্রমিকের স্বামী বাইরে ছিলেন। প্রতিবেশী আজহার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করে। পরে পোশাক শ্রমিকের চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায়ও মামলা হয়েছে। আটক আজহারকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
0 facebook: