01 February 2018

মানবেতর জীবনজাপন করছে শিকল বন্দি কিশোর হানিফ


স্বদেশবার্তা ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বিলবোকা চরপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের বড় ছেলে মানসিক ভারসাম্যহীন হানিফের (১৪) কৈশোর কিভাবে কাটছে তা ভাবতেই কলিজা মোচড় দিয়ে ওঠে। ধুলোবালি মাখা বস্ত্রহীন শরীরপায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বাড়ির আঙ্গিনায় একটি কাঁঠাল গাছেকথা বলতে পারে নাশুধু মায়াভরা দুটি চোখ দিয়ে ফ্যাল-ফ্যাল করে এদিক-ওদিক তাকিয়ে থাকে। 

জানা গেছে, দিনে গাছের সঙ্গে শিকলে বেধেঁ আর রাতে ঘরের চৌকির সঙ্গে বেঁধে রাখা হয় হানিফকেপ্রায় চার বছর ধরে শিকলবন্দি জীবন কাটছে তারমানসিক ভারসাম্যহীনতার কারণে আর দশটা শিশুর মতো প্রাণোচ্ছ্বল শৈশব-কৈশোর পায়নি সেবাবা কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম স্থানীয়ভাবে চিকিৎসা করালেও অবস্থার উন্নতি হয়নিপ্রায় চার বছর আগে গাজীপুরের চৌরাস্তায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা যান হানিফের বাবা সালাম। এরপর হানিফের চিকিৎসা করাতে পারেনি তার পরিবারবড় সন্তানের দুশ্চিন্তায় উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে মা শেফালী বেগমের (৩৫)স্বামী হারিয়ে মানসিক ভারসাম্যহীন বড় ছেলে হানিফসহ একমাত্র মেয়ে বৃষ্টি (৮) ও ছোট ছেলে ইয়াছিনকে (৪) নিয়ে মানবেতর দিনযাপন করছেন তিনি

শেফালী বেগম জানান, ৬ মাস বয়সে হানিফের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়বড় হওয়ার সাথে সাথে তার অস্বাভাবিক আচরণ আরো বাড়তে থাকেতার বাবা স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েছেকিস্তু তার বাবা মারা যাওয়ার পর পুরোপুরি চিকিৎসা বন্ধ হয়ে গেছেঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখিসম্পদ বলতে ভিটে-মাটি ছাড়া আর কিছুই নেইতিনি আরো বলেন কেউ যদি আমার ছেলের চিকিৎসায় এগিয়ে আসতেন, তবে হয়তো সে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারতোআর দশটা শিশুর মতো হেসে খেলে বেড়াতো

চাচী সুমা বেগম বলেন, হানিফের মাথায় সমস্যা আছেগাছের পাতার দিকে তার ধ্যান বেশিহাতে গাছের পাতা পেলে সাময়িকভাবে তার চিৎকার, কান্না থামে

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: