07 February 2018

স্থায়ী কমিটির জরুরি বৈঠক খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরই হবে


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কে ঘিরে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তবে তা সংবাদ সম্মেলনের পরই অনুষ্টিত হবে

আজ বিকাল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান এর পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়াগুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারেরায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবেরায়ের আগের দিন নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন খালেদা জিয়া বিএনপির কয়েক নীতিনির্ধারক জানান, মামলার বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরবেন চেয়ারপারসনরাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে এবং ন্যায়বিচার হলে তিনি খালাস পাবেন

এ ছাড়া মামলার রায়পরবর্তী করণীয় নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন তিনিরায় যাই হোক এ ইস্যুতে নেতাকর্মীদের কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষে না জড়ানোর আহ্বান থাকবেজনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেবেন তিনি চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের মধ্যে যাতে কোনো ধরনের বিভেদ বা ভাঙনের সৃষ্টি না হয় সে ব্যাপারেও ইঙ্গিত দেবেন তিনিযে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনিবর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন খালেদা জিয়া

সব রাজনৈতিক দলকে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানাতে পারেন খালেদা জিয়া


শেয়ার করুন

0 facebook: