আন্তর্জাতিক ডেস্কঃ স্বামী, বাবা কিংবা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন নারীরা। ব্যবসা করতে আর
পুরুষ অভিভাবকের অনুমতির অপেক্ষায় বসে থাকতে হবে না সৌদি নারীদের।
দেশটির বাণিজ্য
মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান আল হুসেইনের বরাত দিয়ে রোববার আরব নিউজের
এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিভাবকের কোনো অনুমতি লাগবে
না। সৌদি নারীরা এখন থেকে তাদের নিজেদের ব্যবসা করার জন্য
মুক্ত। খবরে বলা হয়েছে, এ ছাড়া নতুন কোম্পানি প্রতিষ্ঠা করতে নোটারি সংক্রান্ত
ডকুমেন্টও নারীদের দিতে হবে না। বরং কর্তৃপক্ষ এটি স্বয়ংক্রিয়ভাবে করে নেবে।
একজন পুরুষের
মতো নারীদের কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। সেইসঙ্গে অভিভাবকের অনুমতি ছাড়াই পুরো প্রক্রিয়া
সম্পন্ন করতে পারবেন নারীরা, যাতে কোনো হয়রানি করবেন না
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আল হুসেইন আরব নিউজকে বলেন, নারীরা ব্যবসা সংক্রান্ত সব
ধরনের লেনদেন করতে পারবেন পুরুষ অভিভাবকের অনুমতি ও নোটারি ছাড়াই।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: