ফাইল ছবি |
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে হামলায় ঠিক কী পরিমাণ মানুষ আহত হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি সিবিসি। ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুর রহমান জানান, আবু আল হাসান গ্রামে শনিবার ওই হামলা চালানো হয়েছে।
তিনি জানান, ওই হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছেন। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও হামলাকারী জোট বলছে, এতে কোনও বেসামরিক লোক হতাহত হয়নি।
এ সম্পর্কে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল সিন রায়ান এক ইমেইল বার্তায় এসোসিয়েটেড প্রসকে (এপি) জানান, আমরা দেখেছি ধর্মীয় উপাসনালয় ও হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে আইএস। এছাড়া বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা।
ইরাকের সীমান্তবর্তী ওই এলাকাটি বেশ দুর্গম। এ কারণে সেখানে গিয়ে হতাহতের খবর নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: