03 March 2018

ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মাওবাদী নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা রাজ্যের পুলিশের বিশেষ বাহিনী গ্রেহাউন্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন মাওবাদী নিহত হয়েছেন গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজ্যের জয়শঙ্কর ভুপালাপল্লিতে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেখবর টাইমস অব ইন্ডিয়ার

এসময় গ্রেহাউন্ডের একজন কমান্ডার আহত হনপরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানপুলিশ এসময় একটি একে-ফোরটিসেভেন, এসএলআর ও পাঁচটি আইএনএসএএস রাইফেলসহ বহু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ওই ঘটনায় তেলেঙ্গানা রাজ্য কমিটির শীর্ষ মাওবাদী নেতা হরিভূষণ নিহত হয়েছেনভূষণ তার সামরিক কৌশলের জন্য সুপরিচিত ছিলেনতবে নিহত অন্য চরমপন্থিদের পরিচিত নিশ্চিত করতে পারেনি পুলিশ

একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেহাউন্ড অন্ধ্র ও চত্তিশগড় সীমান্তে চিরুনি অভিযান চালানোর সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেআমরা এখনও বন্দুকযুদ্ধে মাওবাদীদের পরিচয় শনাক্ত করতে পারিনিসব চরমপন্থিই রাজ্য কমিটির নেতা এবং তাদের মাথার ওপর পুরস্কার ঘোষণা করা হয়েছিল

এদিকে রেভ্যুলুশনারি রাইটার্স এসোসিয়েশনের একজন সদস্য ভারাভারা রাও বলেছেন, সেটি বন্দুকযুদ্ধ ছিল না তিনি বলেন, বন্দুকযুদ্ধ মিথ্যাপুলিশ তাদের আটক করে নির্যাতন করেপরে তাদের হত্যা করেএ ঘটনায় বিচারিক তদন্ত করা দরকার


শেয়ার করুন

0 facebook: