![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী ১০ বছরের মধ্যে দেশে তেলের বদলে বিদ্যুতে যানবাহন চলবে বলে আশাবাদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, এটা করতে পারলে বছরে ২ বিলিয়ন ডলার মূল্যের তেল সাশ্রয় হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ হাজার কোটি টাকা।
রোববার (০৪ মার্চ) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব পাওয়ার অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার শীর্ষক ডায়ালগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, আমাদের দেশে তেলের খরচ বড় খরচ, এটা সাশ্রয় করতে হবে। কিন্তু আমাদের সমস্যা আমরা নতুন প্রযুক্তি গ্রহণ করতে চাই না, পুরাতন নিয়মেই পড়ে থাকতে চাই। অনেক দেশে শুধু যানবাহন নয়, ট্রেনও বিদ্যুতে চলে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের ছোট দেশে বিশাল জনগোষ্ঠী। আমাদের জমিও কম, তাই বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নাই। আমাদের প্রধানমন্ত্রীও বিদ্যুৎ সাশ্রয় করেন। বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক মুহম্মদ হোসেইন, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটির সদস্য সিদ্দিক জোবায়ের প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: