04 March 2018

কবুতর চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা


স্বদেশবার্তা ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়ায় কবুতর চুরির অপবাদ সইতে না পেরে পলাশ নামে এক যুবক বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে

গতকাল শনিবার রাতে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়পলাশ (২৫) উপজেলার চিথলিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার মৃত নবাব আলীর ছেলে তসলিম আলী সরকারের ৯২টি কবুতর হারিয়ে যায়তারপর থেকেই পলাশকে কবুতর চুরির অপবাদ দিয়ে আসছিলেন তসলিমপরদিন বুধবার কবুতর চুরির অভিযোগ এনে পলাশের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ করেন

এরই প্রেক্ষিতে গত শনিবার দুপুরে পুলিশ চিথলিয়া গ্রামে তদন্তে যায়তদন্তে প্রথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে অভিযুক্ত পলাশের সম্পৃক্ততা না পাওয়ায় উভয়পক্ষকে স্থানীয়ভাবে আপসের পরামর্শ দেয়া হয় বলে জানিয়েছেন এসআই মোকসেদ আলী নিহতের মা পলি বেগম ও পরিবারের লোকজন জানান, পলাশ কবুতর চুরির অপবাদ সহ্য করতে না পেরে ওই দিন বিকালে স্থানীয় চিথলিয়া বাজার থেকে বিষ কিনে এবং সবার অজান্তে তা পান করেঅসুস্থ হয়ে পলাশ বাড়ি ফিরলে পরিবারের লোকজন প্রথমে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে

পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানশনিবার রাত ১টার দিকে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়এ ঘটনায় তসলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পলি বেগম পলাশের বিরুদ্ধে কবুতর চুরির অভিযোগ এনে থানায় অভিযোগ করার সত্যতা স্বীকার করে তসলিম আলী সরকার জানান, গত মঙ্গলবার দিনের বেলায় পলাশকে তার বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতে দেখেছিলেনতাই তাকে সন্দেহ হওয়ায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন


বাগাতিপাড়া মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, কবুতর চুরির অপবাদে আত্মহত্যার কোনো অভিযোগ পাইনিপেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: