![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আফরিনে সরকারপন্থী বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্ক। হামলায় অন্তত ৩৬ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওওএইচআর)।
বিবিসির অনলাইনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় কাফর জিনে একটি ক্যাম্পে এ হামলা চালানো হয়। গত দুই দিনে তৃতীয়বারের মতো সিরিয়ার সরকারপন্থীদের ওপর বিমান হামলা চালালো তুর্কি বাহিনী।
কুর্দি বাহিনীকে পেছনে ফেলে দুই সপ্তাহ আগে সরকার সমর্থক বেসামরিক যোদ্ধা বাহিনী আফরিতে প্রবেশ করেছিল। তারা কুর্দিদের বিরুদ্ধে লড়ছে।
বিমান হামলার আগের রাতে আফরিনের আল হুজাইলা গ্রামে ট্যাংকের সাহায্যে গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী। সেই হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং ১২ জন আহত হয় যার অধিকাংশই শিশু। এরপর আবার বিমান হামলা করে তুর্কি বাহিনী।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: