![]() |
ফাইল ফটো |
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ উভয় ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী হজ পালন করবেন। গত বছর প্রায় সমসংখ্যক হজযাত্রী পাঠানো হলেও হজ্জ এজেন্সির সংখ্যা ছিল মাত্র ৬৩৫টি।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, প্রত্যেক এজেন্সি সর্বনিম্ন ১৫০ জন করে হজযাত্রীর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারবে। কোনো এজেন্সির নিবন্ধিত হজযাত্রী ১৫০ জনের কম হলে অন্য এজেন্সির সঙ্গে মিলে লিড এজেন্সি নির্ধারণ করে কোটা পূরণ করে হজযাত্রী পাঠাতে হবে। বর্তমানে লিড এজেন্সি নির্ধারণ, মূল নিবন্ধন এবং এক এজেন্সি থেকে আরেক এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের কাজ চলমান রয়েছে।
এজেন্সিগুলোকে তাদের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে মূল নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে প্রাক নিবন্ধিত হজযাত্রীদের মধ্য থেকে ৩ লাখ ৫২ হাজার ২৯২ নম্বর সিরিয়ালের হজযাত্রীদের মূল নিবন্ধনের যোগ্য ঘোষণা করা হয়েছে। অবশ্য এই সিরিয়ালের মধ্য থেকে যারা নিবন্ধন করবে না তাদের স্থলে প্রাক-নিবন্ধিতদের পরবর্তী সিরিয়াল থেকে ক্রমানুসারে নেয়া হবে।
মূল নিবন্ধনের জন্য প্রত্যেক হজযাত্রীর বিমানভাড়ার জন্য ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা নিশ্চিত করে দেখাতে হবে এবং এ টাকা বিমানের টিকিট ক্রয়ের জন্য ছাড়া অন্য কোনো কাজে এজেন্সিগুলো উত্তোলন বা ব্যবহার করতে পারবে না।
এসব নির্দেশনা সম্পর্কিত পৃথক নোটিশ হজ বিষয়ক ওয়েবসাইটে দেয়া হয়েছে। চলতি বছর গাইড ও হজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিতসহ বেসরকারি ব্যবস্থাপনার কোটা ১ লাখ ২০ হাজার। এর মধ্যে গাইড ও হজ ব্যবস্থাপনায় ৩ হাজার ৪০০ জন প্রাক-নিবন্ধন ছাড়াই সরাসরি নিবন্ধিত হতে পারবে।
এর আগেই চলতি বছরের হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা সর্বনিম্ন প্যাকেজমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনো এজেন্সি এর কমে প্যাকেজ ঘোষণা করতে পারবে না। তবে সুযোগ-সুবিধার আলোকে বেশি মূল্যের প্যাকেজ ঘোষণা করতে পারবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: