স্বদেশবার্তা ডেস্কঃ আগামীকাল (বৃহস্পতিবার)
থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আন্তর্জাতিক
ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা শুরু হচ্ছে।
অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করবেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
নারায়ণ চন্দ্র চন্দ ও মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. রইছউল আলম মণ্ডল অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অ্যানিমেল হেলথ
কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা
পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সংগঠনের
মহাসচিব ডা. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো
হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি কোম্পানির
প্রায় ৩০০টি স্টল থাকবে। এতে অংশ নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জাপান, চীন, স্পেন, তুরস্ক, রোমানিয়া,
ভিয়েতনাম, কোরিয়া, ভারত ও থাইল্যান্ড।
মেলায় পশুখাদ্য
ও পশুস্বাস্থ্য খাতের বিভিন্ন পণ্য ও উপকরণ প্রদর্শিত হবে। এ বিষয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে খামার উদ্যোক্তা ও
অংশগ্রহণকারীদের ব্রিফ করা হবে। এছাড়াও এ উপলক্ষে আয়োজিত সেমিনারে ৬১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: