09 March 2018

বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করেছেঃ কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবৃহস্পতিবার বিএনপির এক নেতাকে টেনে হিঁচড়ে গ্রেফতারের ঘটনার জন্যও বিএনপিকেই দায়ী করেছেন তিনিশুক্রবার (৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করে নাএকটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করা হয়কিন্তু বিএনপি প্রেসক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেইকারণ, রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনিআর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে নাতিনি আরও বলেন, ‘বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করেছেযাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশ তো তাদের ছেড়ে দেবে না

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়নি, মির্জা ফখরুলের এই অভিযোগের ব্যাপারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এর আগেও তারা সেখানে সমাবেশ করেছিলঅনুমতি দেওয়ার ক্ষমতা পুলিশেরএ ব্যাপারে পুলিশই ভালো জানেএখানে আওয়ামী লীগের কোনও ভূমিকা নেইআগামী জাতীয় নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পরেই সেটা হবেশিডিউল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এ ব্যাপারে করণীয় নেইনির্বাচনে আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্বনির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই সব দলকে নির্বাচনী কর্মকাণ্ড চালাতে হবে

এর আগে সেতুমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে সংস্কার কাজ ঘুরে দেখেনএ সময় তিনি গণমাধ্যমকে জানান, ‘এই সড়ক সংস্কার কাজে ১৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছেসড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হলেও আগামী বর্ষা মৌসুমের আগেই তা শেষ করা হবেএছাড়া সারা দেশের সব সড়ক মহাসড়কের সংস্কার কাজও বর্ষা মৌসুমের আগেই শেষ করতে আমি নির্দেশ দিয়েছিএর ব্যতিক্রম বা নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেসেতুমন্ত্রীর পরিদর্শনকালে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: