09 March 2018

চার গার্মেন্টসে ভয়াবহ আগুন


স্বদেশবার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ার জিরাবোর বাগানবাড়িতে চারটি গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেএ ঘটনায় আশুলিয়ার ডিইপিজেড, উত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

আজ শুক্রবার বিকেল চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এসবি নিটওয়ার গার্মেন্টস থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, চারটার দিকে জিরাবোর এসবি নিটওয়ার গার্মেন্টসে প্রথম আগুন লাগেএ সময় আগুনের লেলিহান শিখা বেশি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন এসএস লিমিটেড, এ প্লাস নিটিং, ইউনিয়ন লেভেল কারখানায় ছড়িয়ে পড়ে

খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড, সাভারউত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এদিকে চারটি কারখানায় আগুনের লেলিহান শিখা বেশি হওয়ায় কারখানাগুলোর পাশে ফারুক নামের এক ব্যক্তির বাড়িতে আগুন ধরে যায়এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে বেশ কজন আহত হয়েছেন বলে জানা গেছেঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে


শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন জ্বলছে ওই চারটি কারখানা ও একটি শ্রমিক কলোলিতে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশের এএসআই গোলাম মোস্তফা বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি


শেয়ার করুন

0 facebook: